আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ.
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য
মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া কর্মসূচি ও বিস্তৃত কর্মময় জীবনের অমরকীর্তি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষে আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনের কর্মসূচী
কোরআনী মক্তব: শিশু-কিশোর ও বয়স্কদের কোরআন শরিফ ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শেখানোর জন্য মক্তবের ব্যবস্থা করা।
প্রকাশনা: আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ. এর লিখিত হক্কানী তাফছীর ও গ্রন্থবলীসহ অন্যান্য কিতাবাদী মানসম্মতভাবে প্রকাশের ব্যবস্থা করা।
ছদর ছাহেব রহ. শিক্ষা বৃত্তি: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষা বৃত্তি ও এককালীন সহযোগিতা প্রদান করা।
স্বাস্থসেবা: সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সহায়তা, বিনামূল্যে এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিক্যাল ক্যাম্প ও রক্তদানের ব্যবস্থা করা।
কর্মসংস্থান ও প্রশিক্ষণ: কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা তৈরি করা।
মানবসেবা: জাকাত ও এককালীন অনুদান ইত্যাদির মাধ্যমে প্রকৃত দরিদ্রদের সহয়াতা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাবলম্বী করা। গরীব, অসাহয় ও বিধবাদের স্বনির্ভর হওয়ার ব্যবস্থা করা। মা-বাবার স্নেহবঞ্চিত ও এতিম শিশুদের শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করা।
সামাজিক কর্মসূচি: সামাজিক কার্যক্রমে ইসলামী আদর্শের ব্যাপক প্রচার-প্রসারে উদ্যোগ গ্রহণ করা।